কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে বালুঘাট দখলকে কেন্দ্র করে স্পিডবোটে এসে গুলি বর্ষণ করেছেন দুর্বৃত্তরা। এই ঘটনায় শনিবার (৫ জুলাই) বিকেলে ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
এর আগে শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রায়টা ফয়জুল্লাহপুর এলাকার কৃষক আমিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন স্পিডবোটে করে গুলি বর্ষণ করতে করতে মাঝ নদী থেকে তীরের দিকে আসছে। গুলির শব্দ শুনে সেখানে অবস্থান করা বেশ কিছু লোক-জন দৌড়ে পালাতে থাকেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এ রকম একটা ঘটনা ঘটেছে বলে জেনেছি। এতে আহত হয়েছেন একজন। এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।