Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১১:৩৯ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১১:৪১

ছবি: সারাবাংলা

ঢাকা: গতকালের মতো আজও রাজধানী ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। আষাঢ়-শ্রাবণ মাসে ঢাকার বাতাসে দূষণ সাধারণত কম থাকে। তবে, গতকালের তুলনায় কিছুটা উন্নতি দেখা গেছে রাজধানী শহরের বাতাসে।

রোববার (৬ জুলাই) বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টা ৪৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। গতকাল শনিবার (৫ জুলাই) ঢাকার বায়ুমান ছিল ৯২।

তবে বায়ুদূষণের তালিকায় গতকালের তুলনায় বেশ ওপরে উঠে এসেছে ঢাকা। গতকাল ওই তালিকায় রাজধানীর অবস্থান ছিল ২৩। আর আজ রাজধানীর অবস্থান ১১।

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে উগান্ডার কাম্পালা। শহরটির বায়ুমান ১৭২, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, বাহরাইনের মানামা, কাতারের দোহা ও উজবেকিস্তানের তাসখন্দ। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫০, ১৪৫, ১৩২ ও ১২৪।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সারাবাংলা/এফএন/এনজে

ঢাকার বাতাস দূষণ সহনীয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর