Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে জঙ্গির কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১১:৩৮ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৩:৫৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: বাংলাদেশে কোনো জঙ্গি নাই এবং বর্তমানে কোনো জঙ্গির অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ জুলাই) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো তিনজনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি।

রফতানি কার্গো ভিলেজ পরিদর্শনের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কী পরিমান বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কি না, সেটি জানার জন্যই রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন। কৃষি পণ্যের এক্সপোর্ট বেড়ে যাওয়ায় কোল্ড স্টোরেজ বড় করা হবে।

সারাবাংলা/এমএইচ/ইআ

জঙ্গি স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর