Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১২:০৩

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে। কেবল যুক্ত নয়, একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি। প্রথমে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। পরে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে।’

রোববার (৬ জুলাই) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলা হয়।

ওই পোস্টে বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র-গণঅভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহিদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, জুলাই উপলক্ষে পদযাত্রার অংশ হিসেবে আজ সকালে নওগাঁর কুজাইল বাজার ঘুরে দেখান নাহিদ ইসলাম। তিনি এ সময় তিনি হাঁটুরেদের খোঁজ খবর নেন। এলাকাবাসীর আতিথেয়তায় চা পান করেন।’

নাহিদ ইসলামের ফেসবুক পেজে বলা হয়, নাহিদ ইসলামের সঙ্গে এলাকাবাসীর অন্তরঙ্গ আলোচনায় নতুন দিনের রাজনীতির প্রত্যাশা এবং স্থানীয় সমস্যাগুলো উঠে আসে। নাহিদ ইসলাম এলাকাবাসীর কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।

সারাবাংলা/এফএন/ইআ

জুলাই ঘোষণাপত্র নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর