Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বাবার হাতে ৪ বছরের মেয়ে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১২:২০ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১২:২৩

গ্রেফতার আমান উল্লাহ।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার মনখালীতে ‘নেশার টাকার’ জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চার বছরের মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে, এতে জড়িত অভিযোগে ঘাতক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮ টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

নিহত কানিজ ফাতেমা জুতি (৪) একই এলাকার আমান উল্লাহ এর মেয়ে।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের বাবা আমান উল্লাহ (৩৫)-কে। তিনি স্থানীয় বাসিন্দা মৃত নুরুল আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে আরিফুল বলেন, আমান উল্লাহ দীর্ঘদিন ধরে একজন মাদকাসক্ত। বাড়িতে মাদকের টাকার জন্য স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে তার প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। শনিবার রাতেও তার সঙ্গে স্ত্রীর মধ্যে মাদকের টাকার জন্য ঝগড়া লাগে। এক পর্যায়ে মারধর করতে উদ্যত হলে স্বামীর ভয়ে স্ত্রী পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়।

বিজ্ঞাপন

‘এ সময় ঘরে স্ত্রীকে খুঁজাখুঁজি করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজের ৪ বছর বয়সী মেয়েকে মাথায় হেমার দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। পরে ঘাতক বাবা মৃতদেহটি বাড়ীর পার্শ্ববতী খালে ফেলে দেয়।’

ওসি বলেন, রাতে ঘটনার খবর পাওয়ার পরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলার সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় খালে মৃতদেহটি উদ্ধার করেছে। এ সময় ঘাতক বাবাকে গ্রেফতার করা হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান, মুহাম্মদ আরিফুল ইসলাম।

সারাবাংলা/এনজে

খুন বাবা মেয়েশিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর