Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৩:৪০ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৩:৪২

সমুদ্র উপকূল। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল নয়টা থেকে রোববার (৬ জুলাই) সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্র তটে আছড়ে পড়ছে ছোট-বড় ঢেউ।

টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মাহবুবা সুখি বলেন, উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে দুপুর ১ টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এনজে

বন্দর বৃষ্টিপাত অব্যাহত সতর্ক সংকেত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর