Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটগ্রাম থানায় হামলা-আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৪:০১ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৪:০৫

গ্রেফতার চারজন।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর এবং সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসামি বেলাল হোসেনসহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বেলাল হোসেন (২৮), জুলফিকার আলী (২৩), খায়রুল ইসলাম (৩৮), মিজানুর রহমান (৩৩) ও লাজু (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলাল হোসেনকে আটক করা হয়, যিনি ভ্রাম্যমাণ আদালতের এক মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং ঘটনার দিন থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

এই নিয়ে গত তিনদিনে পাটগ্রাম থানায় দায়েরকৃত হামলা ও আসামি ছিনতাইয়ের মামলায় গ্রেফতার হয়েছেন মোট ১২ জন। এর আগে ছিনিয়ে নেওয়া আরেক সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানাকেও গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, হাতিবান্ধা থানা অবরোধ করে রাখা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় আরেকটি মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন্নবী কাজলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে দলীয় সিদ্ধান্তে কাজলকে বহিষ্কার করা হয়। এ নিয়ে হাতিবান্ধা ও পাটগ্রামে দায়েরকৃত পৃথক দুটি মামলা মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো।

লালমনিরহাট ডিবির ওসি সাদ আহমেদ বলেন, ‘রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। এখনো অভিযান চলছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে

আসামি ছিনতাই গ্রেফতার থানায় হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর