Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মব ফের বেড়েছে, জড়িতদের কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৪:১৪ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৪:১৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মব কমেছিল, তবে সম্প্রতি আবারও তা বেড়েছে। মব নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। মবের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উত্তরা পূর্ব থানা পরিদর্শন এর সময় তিনি থানার পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। রংপুরের একটি ঘটনায় এরইমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যায় করার পর ওই ব্যক্তি পালিয়ে যায়। এ জন্য তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি, আশা করছি নির্বাচনের সময় আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারব।

সারাবাংলা/এমএইচ/এনজে

মব স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর