Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র আশুরা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৫:০০

ভোমরা স্থলবন্দর।

সাতক্ষীরা: পবিত্র আশুরা উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার (৬ জুলাই) সরকারি ছুটি থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্টরা জানান, পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় রোববার ভোমরা বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।

বিজ্ঞাপন

প্রতিদিন ভোমরা স্থল বন্দর দিয়ে ২৫০-৩০০ ট্রাক এবং বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর রফতানি হয় ৫০-৬০ ট্রাক এবং ১৫০-২০০ ট্রাক পণ্য। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০/৮০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকারের আসে মোটা অংকের রাজস্ব।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থল বন্দর দিয়ে রফতানি হয়েছে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে। এতে পণ্যের পরিমাণ ছিল ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন। যার বাজারমূল্য ছিল ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে রফতানি হয়েছিল ২৪ হাজার ৫৮০টি গাড়িতে। পণ্য ছিল ২ লাখ ৭৪ হাজার ১১০ টন, বাজারমূল্য ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসেবে রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৩ শতাংশ।

সারাবাংলা/এনজে

আমদানি-রফতানি বন্ধ পবিত্র আশুরা ভোমরা স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর