Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীনগর রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দলিল লেখকদের অফিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৫:২৯ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৫:৩২

আগুনে পুড়ে যাওয়া কাগজ-দলিল।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থিত দলিল লেখার কাঠ ও টিন দিয়ে নির্মিত প্রায় ২০টি কক্ষ ও দোকান আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার রাত (৫ জুলাই) ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীনগর ফায়ার স্টেশন ছাড়াও পার্শ্ববর্তী আরও ৩টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও এই সংখ্যা আরও কম-বেশি হতে পারে। প্রায় প্রতিটি দোকানেই দলিল লেখার পাশাপাশি অন্যান্য দোকান যেমন মুদি, টি-স্টল, খাবার হোটেল, ফটোকপি, ভ্যারাইটিজসহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হতো। একটি দোকানে একাধিক দলিল লেখক কাজ করতেন, ফলে ক্ষতিগ্রস্তদের সংখ্যা নির্ধারণে সময় লাগছে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীরা বলেন,এটা আমাদের রুটিরুজির জায়গা ছিল। সবকিছু পুড়ে গেছে। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানাচ্ছি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।

সারাবাংলা/এনজে

অগ্নিকাণ্ড দলিল লেখক পুড়ে ছাই রেজিস্ট্রি অফিস

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৫ ১২:০৫

আরো

সম্পর্কিত খবর