Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাউজানে বোরকা পরা অস্ত্রধারীদের গুলিতে যুবক নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৫:৫৫

মুহাম্মদ সেলিম।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় বোরকা পরে আসা একদল দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবক যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টেরহাট বাজারে প্রকাশ্যে লোকজনের সামনে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত মুহাম্মদ সেলিম নামের (৪০) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমশের পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্যমৃত নিকটাত্মীয় এক ব্যক্তির জানাজা শেষে মোটর সাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন সেলিম। ঈশান ভট্টেরহাট বাজারে মোটর সাইকেল থামিয়ে একটি ফার্মেসি থেকে ওষুধ কিনছিলেন।

বিজ্ঞাপন

এ সময় পাঁচ থেকে ছয়জনের একটি দল অটোরিকশায় করে সেখানে। তারা বোরকা পরা এবং অস্ত্রধারী ছিল। দুর্বৃত্তরা মুহুর্তের মধ্যেই সেলিমকে লক্ষ্য করে গুলি করে আবার অটোরিকশা নিয়ে দ্রুত চলে যায়।

গুলিবিদ্ধ সেলিম ফার্মেসির সামনে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেলিমকে কাছ থেকে মাথায় ও মুখে গুলি করে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটাল, সেটা আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’

সারাবাংলা/আরডি/ইআ

গুলিতে যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর