Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৬:২৫

মরদেহ। প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জের বেদবাড়ী রেলগেটের অদূরে চলন্ত ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ কুমার জানান, শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে মাঠের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন।

তিনি বলেন, ‘শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ডান হাত সম্পূর্ণ থেঁতলে গেছে এবং একটি পা কাটা পড়ে আছে। মরদেহের পাশে একটি ছেঁড়া লুঙ্গি ও শার্ট পাওয়া গেছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

পিবিআই পরিদর্শক নাসির উদ্দিন জানিয়েছেন, তারা মরদেহটি শনাক্তের চেষ্টা করছেন। তবে মুখমণ্ডল এবং হাতের কোনো চিহ্ন না থাকায় পরিচয় শনাক্তকরণে সমস্যা হচ্ছে।

সারাবাংলা/এইচআই

চুয়াডাঙ্গা ট্রেনে কাটা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর