Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৬:৪৯

ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান। ছবি কোলাজ: সারাবাংলা

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দুপুরে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শনিবার (৫ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ডাঙ্গা ইউনিয়নের যুবদল নেতা মনিরুজ্জামান ও তার সহযোগীরা নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার ড্রেজারে হামলা চালায়। নদীপথে দুটি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় প্রবেশ করে শ্রমিকদের ছয়টি কক্ষে ভাঙচুর করে। এ সময় তারা মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য মালামাল লুট করে নেয়। এই হামলায় অন্তত ৭ জন শ্রমিক আহত হন।

বিজ্ঞাপন

কারখানা কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলার নেতৃত্বদানকারী বিল্লাল হোসেন ও তার সহযোগীরা যুবদল নেতা মনিরের অনুসারী। কিছুদিন আগে যুবদলের সভাপতি মনিরুজ্জামান, স্থানীয় যুবদল নেতা বাদল মিয়া ও নজরুল মাস্টার কোম্পানির ড্রেজারের কাজটি তাদের দেওয়ার দাবি করেন। কিন্তু মালিক পক্ষ নিজেরাই কাজ করার সিদ্ধান্ত নেওয়ায় তাদের দাবি প্রত্যাখ্যান করা হয়। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ উপজেলার ডাঙ্গা কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির এজিএম (প্রশাসন ও বিধিনির্ণয় শাখা) মাহবুবর রহমান বলেন, ‘আমাদের ওপর হামলা, অফিস ভাঙচুর, মারধর, লুটপাট ও চাঁদা দাবির ঘটনা আমরা ঢাকা অফিসে জানিয়েছি এবং তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তাদের আইনি পদক্ষেপের ওপর ভিত্তি করেই ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে গ্রেফতার করা হয়েছে ‘

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘এই হামলার সঙ্গে ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামানের চাঁদাবাজি ও হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এইচআই

কারখানায় হামলা নরসিংদী যুবদল নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর