Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ কাটার অভিযোগে ছাত্রদল নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৭:০৭ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৭:০৯

ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফ

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গাছ কাটার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। অভিযোগ উঠেছে, তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতায় এই চুরির চেষ্টা করছিলেন।

রোববার (৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব।

পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল নেতা আশরাফুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।’

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ‘আশরাফুল আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের ছুটির দিনে গাছ কাটতে এসেছিলেন। প্রধান শিক্ষক এ বিষয়ে কিছুই জানতেন না। যখন তাকে আটক করা হয়, তখন তিনি বলেন, ‘আমি এই স্কুলের প্রেসিডেন্ট। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই।’ এর আগেও তিনি গাছ কেটে চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে অভিযুক্ত আশরাফুল আলম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সে অনুযায়ী কিছু পুরোনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। সামনে অভিভাবক সমাবেশ থাকায় বন্ধের দিনে কাজটি করতে এসেছিলাম। এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিল না; যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।’

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

ছাত্রদল ছাত্রদল নেতা আটক নীলফামারী স্কুলের গাছ কাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর