Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় পর্নো ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে চাঁদা দাবি, থানায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৭:৪৯

সাতক্ষীরা থানা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: ভারতীয় একটি পর্ন সাইট থেকে নেওয়া অস্পষ্ট ভিডিওতে বাংলাদেশের স্বনামধন্য একটি নিউজ চ্যানেলের লোগো এবং একজন সাংবাদিকের ছবি জুড়ে দিয়ে চাঁদা দাবির ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও চাঁদাবাজির ধারায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার আসামিরা হলেন- সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন সরদার, শহরের পলাশপোল এলাকার রিনা খাতুন এবং কালিগঞ্জের রতনপুর গ্রামের কামরুল হাসান সহ অজ্ঞাতনামা ৫-৬ জন।

মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা একটি ভারতীয় পর্ন সাইটের অস্পষ্ট ভিডিও ডাউনলোড করে তাতে একটি স্বনামধন্য নিউজ চ্যানেলের লোগো এবং ওই প্রতিষ্ঠানের এক সাংবাদিকের ছবি জুড়ে দেয়। এরপর ফেসবুকে অপপ্রচার শুরু করার আগে অভিযুক্ত সাংবাদিকের হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে ফেসবুকে প্রচারের হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সাংবাদিক টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা নিজেদের নামীয় এবং বেনামী বিভিন্ন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ভিডিওটি ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সাইবার অ্যালার্ট টিমের পরিচালক মাহবুব রহমান ভিডিওটি পরীক্ষা করে জানান, পর্ন ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে এডিট করে জুড়ে দেওয়া ছবির ব্যক্তির কোনো মিল নেই। গুগল সেন্স সার্চের মাধ্যমে ভিডিওটির অস্তিত্ব ভারতীয় বিভিন্ন পর্ন সাইটে পাওয়া যাচ্ছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সংবাদ প্রচারে শীর্ষে থাকা একটি নিউজ চ্যানেল ও তার সাংবাদিককে টার্গেট করে একটি চক্র ফেসবুকে এই অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ মাঠে নামবে।’

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।’

সারাবাংলা/এইচআই

চাঁদা দাবি সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর