Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পালানোর আগে স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৮:৪৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: সংগৃহীত

ঢাকা: শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিল বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেছেন, কোনো গণমাধ্যমে এ তথ্য আসে নাই। অথচ এই তথ্যটা আরও বেশি বেশি প্রচার হওয়া দরকার ছিল। শেখ হাসিনা ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিল যে, তোমরা যে যেভাবে পার দেশ ছেড়ে চলে যাও। দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয়-স্বজন গ্রেফতার হয়নি। সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে।

রোববার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুকের ওপর নৃশংস ঘৃণিত হামলার সঙ্গে জড়িত হারুন-বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণজাগরণ দল।

বিজ্ঞাপন

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশে নতুন করে রাজনৈতিক জোট পাকানোর চেষ্টা করা হচ্ছে। তাই যারা আন্দোলনের সঙ্গে ছিল এবং যে যুবকরা নতুন দল গঠন করেছে তাদের সংশোধন হওয়ার জন্য বলি, এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। এ আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন, তাদের মাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। শুধু ছাত্রদের আন্দোলন না। এবং এর পেছনে প্রেরণা ও শক্তি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে জোট, সেই জোট।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘সবচেয়ে বেশি শহিদের সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি আহতের সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি গুমের সংখ্যা বিএনপিতে। কিন্তু, আমরা এই কৃতিত্বের দাবি করি না। আমরা মনে করি, বিএনপির এটা করা উচিত ছিল, করেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন একটি মিথ্যা মামলায়। নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আজ শান্তির দিন। কেউ প্রতিহিংসায় মেতে উঠবেন না, কেউ অন্যায় করবেন না। দিস ইজ খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়ার সৈনিক জয়নুল আবদিন ফারুক। জিয়ার সৈনিক আমরা তাই আমাদের সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে।’

আলাল বলেন, ‘নতুন একটা বাক্স নিয়ে হাজির হয়েছে। রঙিলা বাক্স। সেই রঙিলা বাক্সের সিদ্ধান্ত হচ্ছে, পিআর পদ্ধিতিতে নির্বাচন। আনুপাতিক হারে নির্বাচন। এই পিআর পদ্ধতি যেসব দেশে আছে, কোনো দেশে একটা স্থিতিশীল সরকার নেই। স্বাভাবিক গতির সরকার নেই।’

তিনি বলেন, ‘বেলজিয়াম, ইসরায়েলে পিআর সিস্টেম আছে। বেলজিয়ামে আছে, কারণ সেখানে অনেক আদিবাসী আছে। তাদের পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন, সেজন্য তাদের একটা প্রতীক দেওয়া হয়েছে। আর ইসরায়েলের আছে, এ কারণে ইসরায়েলতো কোনো দেশ না একটা ধ্বংসের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘প্রকৃতিতে শূন্যতা তৈরি হলে পাশ থেকে বায়ু ছুটে এসে খালি জায়গা দখল করে। তখন ঝড় হয়। সেই ঝড়ের আশঙ্কা নিয়ে কারা কারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, সেদিকে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে।’

সারাবাংলা/এফএন/পিটিএম

খুদে বার্তা পালানোর আগে মোয়াজ্জেম হোসেন আলাল শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর