Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় বিএনপি’র ৩১ দফা প্রচার লিফলেট বিতরণ ও জনসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২০:৩৪ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ২১:৪৪

কসবায় বিএনপি‘র ৩১ দফা প্রচার লিফলেট বিতরণ কর্মসূচি।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেলে মেহারী ইউনিয়নের ইশান নগর চৌরাস্তার মোড়ে আয়োজিত এই জনসভায় মেহারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান ভূঁইয়া সাজু সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. বেলায়েত হোসেন হেলাল, মো. বেনজির আহমেদ রাশু, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সভাপতি মো. আলী আশরাফ, এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীরা।

এ ছাড়াও বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক বিল্লাল হোসেন, কসবা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান বাবু, রাজু আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মো. ফরিদ উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে উপস্থিত হন।

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূিচিতে নেতাকর্মীরা।

প্রধান অতিথি মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে জয়ী করতে সকলকে জনগণের দোরগোড়ায় যেতে এবং কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।’

সারাবাংলা/এইচআই

৩১ দফা তারেক রহমান বিএনপি ব্রাহ্মণবাড়িয়া লিফলেট বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর