Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে ফ্যাসিবাদী কালাকানুন ফিরিয়ে আনা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২১:৩১

শহিদ মুত্তাকিন বিল্লাহর অসুস্থ স্ত্রী নাইমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী আমলের কালাকানুন ফিরিয়ে আনছে, যা জনগণের মতপ্রকাশের অধিকারকে হরণ করবে। একইসঙ্গে তিনি অবিলম্বে এই অধ্যাদেশ বাতিলের দাবি জানান।

রোববার (৬ জুলাই) বিকেলে মিরপুরের টোলারবাগে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ মুত্তাকিন বিল্লাহর অসুস্থ স্ত্রী নাইমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এখনো ফিরে এসে ছোবল মারার জন্য ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা ফনা তুলছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী ।

তিনি বলেন, ‘শহিদের রক্ত বৃথা যেতে পারে না। তাই তারেক রহমান শহিদ মুত্তাকিন বিল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।’ এ সময় বিএনপি পরিবারের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

বিএনপি রুহুল কবির রিজভী শহিদ মুত্তাকিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর