ময়মনসিংহ: জেলার নান্দাইলের খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে জমিতে ধানের বীজ ফেলতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় আগে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়ারা হলেন- মোস্তফা আকন্দ (৪০) ও তার ছেলে আব্দুল্লাহ (৬)।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার আগে মোস্তফা আকন্দ তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ির পাশে জমিতে ধানের বীজ ফেলতে গিয়েছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।