Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে গোসলে নেমে ‘হার্ট অ্যাটাকে’ ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২২:২৬ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ২২:২৯

প্রতীকী ছবি

পঞ্চগড়: জেলার সদর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মাসুম আল মামুন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারসহ স্থানীয়দের ধারণা, নদীতে গোসলে নেমে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী মামুন একই এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, এদিন দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামেন ব্যবসায়ী মাসুম আল মামুন। তবে, গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। তারা এসে নদী থেকে ব্যবসায়ী মামুনের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

গোসল টপ নিউজ নদী মৃত্যু হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর