পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। রোববার (৬ জুলাই) সকালে পুরান ঢাকার হোসেনি দালান থেকে এই শোকমিছিল শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে শোক প্রকাশ করেন। মিছিলটি পুরান ঢাকার লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায়। পরে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে এই শোকের মিছিল শেষ হবে।
তাজিয়া মিছিলে কারবালার শোকাবহ ঘটনা স্মরণ করে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন ইমাম হোসেন (রা.)-এর প্রতীকী কফিন বহন করেন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও। এই মিছিলের মাধ্যমে শিয়া সম্প্রদায় মহানবী (সা.)-এর নাতি ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ ও শাহাদাতকে স্মরণ করে। শোকমিছিল ঘুরে ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।