Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২২:৫৬

প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় নছিমনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাপায় জহিরুল ইসলাম রাসেল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম রাসেল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মুক্তারবাড়ি চাঁদপুর গ্রামের জসিম উল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাসেল জেলার গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে ধনবাড়ি হয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন। দেউলাবাড়ি এলাকায় পৌঁছালে লিংক রোড থেকে আসা একটি নছিমন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাসেল রাস্তায় পড়ে যান এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইল নিহত মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর