Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের ওপর বারবার হামলা, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২৩:২৬

দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি সাব্বির হোসেন

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি সাব্বির হোসেন বারবার হামলার শিকার হচ্ছেন।

সাংবাদিক সাব্বির হোসেন অভিযোগ করেছেন, মাদক ও আওয়ামী লীগবিরোধী সংবাদ প্রকাশের কারণেই তিনি হামলার শিকার হচ্ছেন। তার দাবি, এ ঘটনায় মামলা দায়ের করলেও অভিযুক্তদের দাপট কমেনি, বরং উলটো তার ওপর ফের হামলা চালানো হয়েছে।

এই ঘটনার পর সাব্বিরের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। তাদের অভিযোগ, থানায় মামলা করা হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে, সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

হামলার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, কিশোরগঞ্জ থানার কর্মকর্তারা সাংবাদিকদের তথ্য না দিয়ে কালক্ষেপণ করে ঘটনাস্থল থেকে সরে যান।

নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান জানিয়েছেন, অভিযোগ তার কাছে পৌঁছালে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

সারাবাংলা/এইচআই

নীলফামারী সাংবাদিক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর