Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতাধিক জনবল নিয়োগ দেবে টেকনোনেক্সট সফটওয়্যার

সারাবাংলা ডেস্ক
৭ জুলাই ২০২৫ ০৮:৩৩

প্রতীকী ছবি

ঢাকা: শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস অ্যানালিস্ট নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড। সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ডোমেইন এক্সপার্ট (মাল্টিপল ডিজিটাল প্ল্যাটফর্ম) হিসেবে এ নিয়েঃ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম: টেকনোনেক্সট সফটওয়্যার

আকর্ষণীয় বেতন (দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)

অন্যান্য সুবিধা: ব্রেকফাস্ট ও লাঞ্চ সম্পূর্ণ ফ্রি; বার্ষিক বেতন বৃদ্ধি (পারফরমেন্সভিত্তিক); উৎসব বোনাস বছরে ২টি; স্বাস্থ্যবিমা (পারিবারিক কভারেজ); শিক্ষাবান্ধব পরিবেশ; সাপ্তাহিক ছুটি ২ দিন; ছুটির নীতি (অর্জিত ছুটি, অসুস্থতাজনিত ছুটি ও নৈমিত্তিক ছুটি)

বিজ্ঞাপন

প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমিসহ ডোমেইনের তালিকা:

১. হোটেল বুকিং প্ল্যাটফর্ম;

২. ই-কমার্স প্ল্যাটফর্ম (B2B এবং B2C);

৩. রিটেইল সফটওয়্যার;

৪. হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম;

৫. রিয়েল এস্টেট পোর্টাল;

৬. লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম;

৭. ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়);

৮. রেমিট্যান্স সফটওয়্যার;

৯. অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম;

১০. পেমেন্ট গেটওয়ে সিস্টেম (PSO/PSP);

১১. অ্যাকাউন্টিং এবং MIS সফটওয়্যার;

১২. এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার;

১৩. অনলাইন ফার্মেসি (B2B এবং B2C);

১৪. ডিজিটাল ইনস্যুরেন্স প্ল্যাটফর্ম;

১৫. হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার;

১৬. এগ্রিটেক পোর্টাল;

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/সফটওয়্যার ইঞ্জিনিয়ার;
আবেদনের যোগ্যতা:
*কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/তথ্যপ্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: সিনিয়র বিজনেস অ্যানালিস্ট;
আবেদনের যোগ্যতা:
*কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যে কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

পদের নাম: বিজনেস অ্যানালিস্ট;
আবেদনের যোগ্যতা:
*কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যে কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অভিজ্ঞতার প্রয়োজন নেই;

১ থেকে ১১ নম্বর পর্যন্ত ডোমেইন লিস্টের জন্য
মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

১২ নম্বর ডোমেইন লিস্টের জন্য
মানবসম্পদে স্নাতক ডিগ্রি, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যে কোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে;

১৩ নম্বর ডোমেইন লিস্টের জন্য
বিজ্ঞাপন, ফার্মেসি অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যে কোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে;

১৪ নম্বর ডোমেইন লিস্টের জন্য
বিজ্ঞাপন, ব্যাংকিং এবং বিমা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যে কোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে;

১৫ নম্বর ডোমেইন লিস্টের জন্য
বিজ্ঞাপন, হাসপাতাল ব্যবস্থাপনা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যে কোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে;

১৬ নম্বর ডোমেইন লিস্টের জন্য
কৃষি, পশুচিকিৎসা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যে কোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন;

কর্মক্ষেত্র: অফিসে;

কর্মস্থল: ঢাকা

সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে এই ঠিকানায় ক্লিক করতে হবে।

সিনিয়র বিজনেস অ্যানালিস্ট পদে আবেদনের জন্য এই ঠিকানায় ক্লিক করতে হবে।

বিজনেস অ্যানালিস্ট পদে আবেদনের জন্য এই ঠিকানায় ক্লিক করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

টেকনোনেক্সট সফটওয়্যার নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর