Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৫ ০৯:৪৫

স্টার্ক-হ্যাজলউডের বোলিং তোপে অজিদের সিরিজ জয়

প্রথম টেস্ট শেষ হয়েছিল মাত্র তিন দিনে। গ্রেনাডায় দ্বিতীয় টেস্টের স্থায়িত্ব তার চেয়ে একদিন বাড়ল। সিরিজের দ্বিতীয় টেস্টে চারদিনের মাথায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। বোলারদের দাপটে ক্যারিবিয়ানদের ১৩৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ নিশ্চিত করল অজিরা।

তিন উইকেট হাতে রেখে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অজিরা। চতুর্থ দিনে অজিদের অল্প রানে গুটিয়ে দিয়ে রান তাড়া করার স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার শেষ তিন উইকেট তুলে নেয় ক্যারিবিয়ান বোলাররা। দ্বিতীয় ইনিংসে অজিরা গুটিয়ে যায় ২৪৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ২৭৭ রান।

বিজ্ঞাপন

তবে টার্গেট খুব বড় না হলেও অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৪ ওভার ৩ বল স্থায়ী হয়েছে তাদের দ্বিতীয় ইনিংসে।

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন। দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। শেষ পর্যন্ত মাত্র ১৪৩ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

১৩৩ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে অজিরা। এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করল কামিন্সের দল। ১২ জুলাই জ্যামাইকাতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর