Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও মেলার উদ্ধোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১২:৩৭ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ১২:৩৯

বৃক্ষরোপন অভিযান ও মেলার উদ্ধোধন।

পাবনা: ‘পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধন হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সাত দিনব্যাপী এই মেলায় ৩০টি স্টল বসেছে। সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে।

সারাবাংলা/এনজে

উদ্ধোধন বৃক্ষরোপন মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর