দুর্দান্ত আম্পায়ারিংয়ে গত কয়েক বছরে নজর কেড়েছেন তিনি। শরফুদৌল্লা সৈকত দায়িত্ব পালন করেছেন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও। এজবাস্টন টেস্টে দারুণ কিছু সিদ্ধান্ত দিয়ে আবারো আলোচনায় সৈকত। ভারতের জয়ের পর তার প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটাররা। বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন, এজবাস্টন টেস্টে অবিশ্বাস্য আম্পায়ারিং করেছেন সৈকত।
এজবাস্টন টেস্টে পুরো ম্যাচজুড়েই দারুণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন সৈকত। বিশেষ করে জসওয়ালের আউট কিংবা শেষ দিনে স্টোকসের সেই এলবিডব্লিউ, পুরো ম্যাচে সৈকতের সাহসী সিদ্ধান্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে এজবাস্টনে।
এই টেস্টে সৈকতের ১০টি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে ফিল্ডিং করা দল। এর মধ্যে ৮০ শতাংশ সিদ্ধান্ত গেছে সৈকতের পক্ষেই।
১০ সিদ্ধান্তের মাত্র ২টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে সৈকতকে। বাকি ৮টি সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে। সৈকতের এমন নির্ভুল সিদ্ধান্তের প্রশংসা করেছেন ধারাভাষ্যকারদের সবাই।
তাদের মধ্যে বিশেষ প্রশংসা করেছেন ভোগলে। সামাজিক যোগাযোগমাধ্যমএক্সে তিনি লিখেছেন, ‘এই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন। তবে সৈকত ছিলেন দুর্দান্ত।’