Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১২:৫৩ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ১২:৫৬

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

ঢাকা: রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে জাতীয় ঐকমত্য কমিশন সংশোধনী প্রস্তাব আনছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের আলোচনা শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন। বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে কমিশন। যেমন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে সংশোধনী এনে ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন।

তিনি বলেন, যাতে ভুল বোঝাবুঝি না হয় সেদিকে কমিশনের নজর আছে। আর তাই অনেক কিছু বাদ দিয়ে আলোচনায় আমরা অগ্রসর হচ্ছি।

বিজ্ঞাপন

আলী রীয়াজ বলেন, আলোচনা ইতিবাচক হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। যতটা সম্ভব বেশি সময় মিলিত হয়ে যেন দ্রুত কাজ শেষ করা যায়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সারাবাংলা/এফএন/এনজে

ঐকমত্য কমিশন ড. আলী রীয়াজ সংশোধনী প্রস্তাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর