Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্যুর পরও মা‌র্কিন ভিসা বাতিলের কারণ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৩:৩১

ছবি: সংগৃহীত

মা‌র্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু হলেই কেবল সবকিছু না। এই ভিসা প্রদানের পরে তা আবার বাতিল হতে পারে। কারণ ভিসা ইস্যু হওয়ার পরও মা‌র্কিন যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না। এক্ষেত্রে ভিসা ইস্যু হওয়ার পরও কো‌নো আবেদনকারী য‌দি আইন লঙ্ঘন করে বা ভিসার অপব্যবহার করেন তবে তার ভিসা বাতিল করা হতে পারে।

সোমবার (৭ জুলাই) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভিসা যাচাই প্রক্রিয়া নি‌য়ে দেওয়া এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

মা‌র্কিন দূতাবাসের ফেসবু‌কে শেয়ার করা বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে প্রত্যেক ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখাও অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

মনে রাখবেন, ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না— যদি আপনি আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তাহলে আপনার ভিসা বাতিল করা হতে পারে।

সারাবাংলা/একে/এসডব্লিউ

মা‌র্কিন ভিসা বাতিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভিসা