ঢাকা: রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ২৬ বছর।
সোমবার (৭ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ডেমড়া থানা পুলিশ। ওই যুবকের পরনে ছিল কালো রংয়ের গেঞ্জি ও জলপাই রংয়ের ট্রাউজার।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ বলেন, খবর পেয়ে গতকাল রোববার দুপুরে ডেমড়া আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহের দুই হাত পেছন দিকে বাঁধা ছিল। এছাড়া গলায় কাপড়ের বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ছিলে যাওয়া জখম রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা খুনি বা খুনিরা ওই যুবকের হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।