Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৪:০৮ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ১৫:০৪

ঢাকা: চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা পুলিশি বাঁধা উপেক্ষা করে যমুনা অভিমুখে রওনার সময় তাদের ওপর টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ বলম বলেন, চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের শতবার অনুরোধ করার পরও তারা পুলিশের বেরিকেড অতিক্রম করে কাকরাইল মোড়ে অবস্থান নেন। সেখান থেকে কোনোভাবেই তারা সড়ক ছাড়তে রাজি নন। এ ছাড়া এই এলাকায় সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এরপরও তারা সড়ক বন্ধ করে অবস্থান নেন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে পুলিশ জনস্বার্থে টিয়ারগ্যাস ও জলকামান এরপর সাউন্ড গ্রেনেড ছুড়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

তবে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের দাবি, তাদের মধ্য থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ছয়জনকে সন্ধ্যার মধ্যে ছেড়ে না দিলে তারা স্বেচ্ছায় গণগ্রেফতার কর্মসূচিতে যাবেন  বলে জানিয়েছেন সাবেক বিডিআর সদস্যরা।

এর আগে, শাহবাগ থেকে সাবেক বিডিআর সদস্যরা আল্টিমেটাম দিয়ে জানান, সোমবার (৭ জুলাই) সকাল ১১টা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি ১১ টার ভেতর দাবি পূরণ না হয় তাহলে ১১টা ৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার অভিমুখে পদযাত্রা করবে চাকরি হারানো বিডিআর সদস্যরা। আজ প্রায় ১৬ দিন যাবত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরি হারানো বিডিআর সদস্যরা।

সারাবাংলা/ইউজে/ইআ

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর