কুষ্টিয়া: বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করে চলমান নিয়োগ সংশোধন ও বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকুরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লি. এ কর্মরত লাইন সাহায্যকারীরা।
সোমবার (৭ জুলাই) দুপুরে ওজোপাডিকো কুষ্টিয়া অফিসের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, ওজোপাডিকো লাইন সাহায্যকারী হিসাবে দীর্ঘদিন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছি। আমরা বিনা বেতনে সাবস্টেশন মেরামত, ৩৩ কেভি, ১১ কেভিসহ গ্রাহক পর্যায়ে সমস্ত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি। রাজস্বখাতে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কারিগরি শাখায় পর্যাপ্ত সংখ্যক জনবল না থাকায় আমাদেরকে দিয়ে কারিগরি শাখায় কাজ করানো হয়।
বক্তারা আরও বলেন, পর্যাপ্ত সংখ্যক জনবল না থাকায় রাজস্ব আদায়সহ সকল কর্মকাণ্ডের সাথে লাইন সাহায্যকারী শ্রমিক সম্পৃক্ত থেকে উক্ত কার্যক্রম পরিচালনা করছে। এসব কাজ করতে গিয়ে আমাদের অনেক শ্রমিক ভাইদের বিভিন্ন সময় লাইন দুর্ঘটনায় হাত, পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ বিকলাঙ্গ হয়েছে। এছাড়া এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করার কারণে আমাদের অনেকেরই সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে গিয়েছে। যার ফলশ্রুতিতে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ নেই। বর্তমানে বিনা বেতনে জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে।
মানববন্ধন শেষে তারা দাবি-দাওয়া সম্মিলিত স্মারকলিপি পেশ করেন।