Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রিপল সেঞ্চুরিতে আমলাকে ছাড়িয়ে মুল্ডারের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ১৫:৫২

জিম্বাবুয়ের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন মুল্ডার

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকান ব্যাটার উইয়ান মুল্ডারের সামনে হাতছানি দিচ্ছিল ট্রিপল সেঞ্চুরি। বুলাওয়ো টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ট্রিপল সেঞ্চুরি পেলেন মুল্ডার। আর এতেই নতুন ইতিহাস গড়লেন তিনি। হাশিম আমলার পর দ্বিতীয় আফ্রিকান ব্যাটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি পেলেন মুল্ডার।

টেস্টের প্রথম দিনেই অবিশ্বাস্য ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন মুল্ডার। আজ ঝড়ো গতিতে ব্যাটিং করে পূর্ণ করেছেন ট্রিপল সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি পেলেন মুল্ডার।

বিজ্ঞাপন

এর আগে একমাত্র হাশিম আমলা ছিলেন এই রেকর্ডের অধিকারী। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১৩ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন আমলা।

মুল্ডার আজ ছাড়িয়ে গেছেন আমলাকেও। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এখন মুল্ডারের। এই মুহূর্তে ৩৪৬ রানে অপরাজিত আছেন তিনি।

মুল্ডারকে হাতছানি দিচ্ছে ব্রায়ান লারার ৪০০ রানের সেই মহাকাব্যিক ইনিংসও।

সারাবাংলা/এফএম

উইয়ান মুল্ডার ট্রিপল সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর