চট্টগ্রাম ব্যুরো: তিন মাস আগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহতের ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৬ জুলাই) রাতে ঢাকার মীরপুর থানার আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার মো. সোহেল তালুকদার (২৭) ঢাকার দক্ষিণখান এলাকার মো. হানিফের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী রিল্যাক্স পরিবহন বাসের চালক ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামের র্যাব-৭ ও ঢাকার র্যাব-৪ এর যৌথ টিমের অভিযানে সোহেলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে মীরপুর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে সোমবার সকালে তাকে চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানায় আনা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানিয়েছেন, ১১ জন নিহতের ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ঈদুল ফিতরের দুইদিন পর গত ২ এপ্রিল সকালে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের বাস ও বিপরীতমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন প্রাণ হারায়। এরপর হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় রফিকুল ইসলাম নামের নিহত এক ব্যক্তির শ্যালক রবিউল হোসাইন দোহাজারী হাইওয়ে থানায় মামলা করেন। এতে রিলাক্স পরিবহনের বাসটির চালক সোহেলকে আসামি করা হয়েছিল।