ঢাকা: বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থানান্তরের উদ্যোগ না নেওয়ার বিষয়টি বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার (৭ জুলাই) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের (বিচার) কার্যালয়ে এ আবেদন জমা দেন আইনজীবী সাইফুল ইসলাম।
তিনি বলেন, সম্প্রতি হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ বিভাগীয় শহরে স্থানান্তরের সম্ভাবনার কথা আলোচনায় এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয় গুরুত্বসম্পন্ন। তাই এ বিষয়ে নিজের মতামত ও আপত্তি সদয় বিবেচনার জন্য আবেদনে পাঁচটি যুক্তি উল্লেখ করা হয়।
এতে বলা হয়, সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মূল আসন রাজধানী ঢাকায় থাকবে। হাইকোর্ট ডিভিশনের সেশন অন্যত্র বসানো গেলেও সেটি অস্থায়ী। এর স্থায়ী স্থানান্তর সাংবিধানিক চেতনার পরিপন্থী।