Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসচাপায় নারীসহ নিহত ৩, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৬:১১ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ১৬:১৩

বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও দুইজন।

সোমবার (৭ জুলাই) দুপুর ২ টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন- ময়মনসিংহের কোতয়ালীর সূর্যের স্ত্রী ফুলকুমারী (৩৫)। নিহত অপর দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিলো। পথে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল বাসচাপায় নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর