Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গফরগাঁওয়ে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৭:০৫

প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

সোমবার (৭ জুলাই) দুপুরে গফরগাঁও-কিশোরগঞ্জ সড়কের চৌকাবাজার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক ওয়াসিম ও যাত্রী ইকবাল হোসেন।

গফরগাঁও গাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, দুপুরে হোসেনপুরগামী একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা গফরগাঁও-কিশোরগঞ্জ সড়কের চৌকাবাজার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশার যাত্রী ইকবাল হোসেন মারা যায়। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অটোরিকশাচালক ওয়াসিম মারা যায়। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

গফরগাঁওয়ে ট্রাকচাপায় নিহত ময়মনসিংহ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর