ঢাকা: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মুজিবুল হক চুনুকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পার্টি সুত্রে জানা গেছে, গত ২৮ জুন ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন। তার আগে থেকেই মূলত দলটির সিনিয়র নেতাদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে এবং এ বিরোধের জের ধরে দলের একটি অংশ জি এম কাদেরকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেন।
দলটির নেতাদের দাবি, গঠনতন্ত্রে চেয়ারম্যানের দলীয় ক্ষমতা কমানোর উদ্যোগকে কেন্দ্র করে চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দলের কয়েকজন সিনিয়র নেতা অবস্থান নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পার্টির চেয়ারম্যান দলীয় বৈঠক ছাড়াই একক ক্ষমতাবলে দলটির জাতীয় সম্মেলন স্থগিত করেন। ফলে দলের নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করে এবং বিভক্তি বাড়তে থাকে।
এরপর গণমাধ্যমে বিবৃতি দিয়ে জি এম কাদেরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে আগের নির্ধারিত দিনেই সম্মেলনের কথা জানিয়েছেন দলের দুই সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার।
দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, কিছু ইস্যুতে চেয়ারম্যান জি এম কাদের ছাড় দিতে চাইছেন না এবং তার এই অনড় অবস্থান নেওয়ার কারণেই বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়।
এরপর গত কয়েকদিন নানান আলোচনা সমালোচনা এবং জবাব আর পাল্টা জবাব দিতে থাকে দুইভাগে বিভক্ত পার্টির সিনিয়র নেতারা। সবশেষ সোমবার (৭ জুলাই) দলের নতুন মহাসচিব নিয়োগ করেন চেয়ারম্যান জিএম কাদের। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি দেখার অপেক্ষায় জনগণ।