Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকা অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৭:২২

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হক

ঢাকা: ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪০ কোটি টাকা রয়েছে।

সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক নওশাদ আলী।

দুদকের আবেদনে বলা হয়, হামিদুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এসব টাকা উত্তোলন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, ২১ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এইচআই

টাকা অবরুদ্ধ ডিজিএফআই হামিদুল হক