Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২২ ডেঙ্গু রোগী শনাক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৮:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসের ছয়দিনে চট্টগ্রামে ৮৩ জন ডেঙ্গু রোগী পাওয়া গেল।

চলতি মৌসুমে চট্টগ্রামে একদিনে ২২ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা এই প্রথম। সোমবার (৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ২২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী ও ৪টি শিশু।

চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সব শেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক দিনে ২২ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা চলতি মৌসুমে এটিই প্রথম।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডেঙ্গু বাড়ছে। এখন লোকজনের সচেতন হতে হবে। সামনে ডেঙ্গু আরও বাড়ার শঙ্কা রয়েছে।’ বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী ও ৪টি শিশু।

চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৫২৮। এর মধ্যে জানুয়ারিতে ১ জন ও এপ্রিলে ১ জনসহ ২ জনের মৃত্যু হয়েছে।

এ বছর বর্ষা মৌসুম শুরুর আগ থেকেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত মে মাসে ১১৬ জন ও জুন মাসে ১৭৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে, জানুয়ারিতে ৭০ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন, মার্চে ২২ জন ও এপ্রিলে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

মোট আক্রান্ত ৫২৮ জনের মধ্যে ২৩৪ জন চট্টগ্রাম মহানগরীর এবং ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালে চট্টগ্রামে ৪ হাজার ৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, এর মধ্যে ৪৫ জন মারা যান।

২০২৩ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার মারাত্মক আকার ধারণ করেছিল। ওই বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৭ জন। আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮২ জন।

২০২১ সালে চট্টগ্রামে ২৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। মারা যায় ৫ জন। ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ‍মৃত্যু হয়েছিল ৪১ জনের।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম ডেঙ্গু ডেঙ্গু শনাক্ত সিভিল সার্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর