Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৮:৩১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর ৪৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে একটি সঞ্চয়পত্রসহ দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

এসব জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত। জব্দ হওয়া জমির মধ্যে গোপালগঞ্জে ৪ শতাংশ ডোবা জমি, ১০ শতাংশ নাল জমি ও ঢাকার উত্তরায় রাজউকের বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি রয়েছে। এ ছাড়া তার দুই হিসাবে রয়েছে ৫ লাখ ৮৬ হাজার টাকা ও সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন লিকু। এসব সম্পদ বর্তমানে তার নিজ দখলে রয়েছে। নিজের মালিকানাধীন সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন তিনি। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এইচআই

দুদক ব্যাংক হিসাব অবরুদ্ধ লিকু