Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৮:৫২

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. হযরত আলীর দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

হযরত আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক নাজমুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, মো. হযরত আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এনজে

পিডিবি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সাবেক প্রধান প্রকৌশলী হয়রত আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর