চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ কয়লাবাড়ির মাইনুল ইসলাম হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মা. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মন্ডলের ছেলে মো. মোস্তফা (৬৫), মোস্তফার ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়িতে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা মাইনুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে ৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাইনুল ইসলামের ছেলে মাইনুর রহমান বাদি হয় শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বরুন সরকার ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযাগপত্র দাখিল করেন।
আদালত মামলার সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দু’জনকে বেকসুর খালাস দিয়েছেন।