Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৯:২৮

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ইমরান (৩৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তিনি রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা উদ্যান ডি ব্লক, ৩ নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ইমরানের সহকর্মী কামাল গাজী জানান, প্রায় এক মাস ধরে ইমরান ওই নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রির কাজ করছিলেন। বিকেলে তিন তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

সহকর্মীরা আরও জানান, মৃত ইমরানের বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি বর্তমানে ওই নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর এলাকা থেকে সহকর্মীরা ইমরানকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

নির্মাণাধীন ভবন নিহত মৃত্যু শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর