Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিকে অস্থায়ী শ্রমিক থেকে ‘এক লাফে’ প্রকৌশলী, অভিযানে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৯:৩৫

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর পালিয়ে যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর আমলে চার শ্রমিককে পদোন্নতি দিয়ে উপ-সহকারী প্রকৌশলী করা হয়। অবৈধ এ পদোন্নতির সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ জুলাই) বিকেলে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে অভিযানে এ অনিয়মের তথ্য উঠে আসে।

দুদক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চার শ্রমিক হলেন- মো. রোকনুজ্জামান, রশিদ আহমদ, জাহেদুল আহসান ও এস এম রাফিউল হক মনিরী। এদের মধ্যে রোকনুজ্জামান ২০২৩ সালের ১৩ জুন চসিকের অস্থায়ী শ্রমিক পদে নিয়োগ পান। ১৮ জুন তিনি যোগদান করেন। আবার ওইদিনই তাকে এক অফিস আদেশে অস্থায়ী হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

শ্রমিক পদে নিয়োগ পাওয়া রশিদ আহমদ ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর কাজে যোগ দেন। ২৬ সেপ্টেম্বর তাকে একই প্রক্রিয়ায় উপ-সহকারী প্রকৌশলী করা হয়। অস্থায়ী শ্রমিক জাহিদুল আহসান ও এস এম রাফিউল হক মনিরীকেও একইভাবে শ্রমিক পদ থেকে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়।

অভিযানে দুদকের কর্মকর্তারা চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের কাছ থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য নেন। পদোন্নতি সংক্রান্ত নথি সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্টদের কাছে সিটি করপোরেশনে অস্থায়ী ভিত্তিতে কর্মরত শ্রমিক পদ থেকে সরাসরি উপ-সহকারী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব পাওয়া কর্মচারীদের তালিকা চাওয়া হয়েছে।

দুদকের চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, অস্থায়ী শ্রমিক পদ থেকে দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে পদায়নের ক্ষেত্রে চাকরিবিধি যথাযথ অনুসরণ করা হয়নি। এক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ও মারাত্মক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছিল। সংগ্রহ করা এ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা এবং আরও অনুসন্ধান শেষে কমিশনের কাছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে, গত ২০ মে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছিল দুদকের টিম।

সারাবাংলা/আরডি/এসআর

অভিযান চট্টগ্রাম চসিক দুদক প্রকৌশলী শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর