Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল্যস্ফীতির হার ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ২০:১৩

মূল্যস্ফীতি

ঢাকা: চলতি পঞ্জিকা বছরের গত জুন শেষে সাধারণ মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে। এটি গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। খাদ্য খাতেও কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।

সোমবার (৭ জুলাই) জুনের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএস জানায়, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৭ শতাংশ।

বিবিএসের তথ্যানুযায়ী, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর থেকে প্রতি মাসেই মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছর গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। তবে দীর্ঘদিন পর ৮ শতাংশের ঘরে মূল্যস্ফীতি দেখলো ভোক্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস

মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর