Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যখনই নির্বাচন হোক জামায়াত প্রস্তুত: গোলাম পরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৯:৪৭

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী কখনো নির্বাচন পেছানো বা এগিয়ে নেওয়ার কথা বলেনি। আমরা বলেছি, সরকার যখনই নির্বাচন দেবে, জামায়াত প্রস্তুত থাকবে। তবে যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না।

সোমবার (৭ জুলাই) সকালে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের প্রস্তুতি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচনের আগে বিচার, প্রশাসনিক সংস্কার ও পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। যারা এই অবনতি ঘটিয়েছে, তারাই ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য। সব দলের জন্য সমান সুযোগ এবং ভোটারদের নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফেরা নিশ্চিত করতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় সমাবেশের জন্য ৩১ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্যের মঞ্চ নির্মাণ করা হবে। থাকবে এলইডি প্রজেক্টর, সিসি ক্যামেরা, পর্যাপ্ত ওজু ও টয়লেটের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা।’

‘ঢাকা চল’ স্লোগানে তিনি দেশবাসীকে ওই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। পরওয়ার বলেন, ‘আমাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা। তাই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাই।’ এ সময় তিনি জাতীয় সমাবেশ সফল করতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

গোলাম পরওয়ার দাবি করেন, জুলাই ঘোষণাপত্রে উল্লিখিত সাত দফা বাস্তবায়নেই তৈরি হবে সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই জনসভা সফল হবে। ইতোমধ্যে মূল মঞ্চ, ওজু, টয়লেট ও মেডিকেল ক্যাম্পের স্থান নির্ধারণসহ প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশের আগে আরও দুই-এক বার স্থান পরিদর্শনের কথাও জানান তিনি।

সারাবাংলা/এফএন/এইচআই

জামায়াতে ইসলামী নির্বাচন মিয়া গোলাম পরওয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর