ঢাকা: বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক রফিকুল আমীন বলেছেন, আগামী নির্বাচন হবে ৫৩ বছরের মধ্যে স্মরণ রাখার মতো একটি নিরপক্ষে, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন।
সোমবার (৭ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসির সঙ্গে বৈঠকে রফিকুল আমিনের সঙ্গে সদস্য সচিব ফাতিমা তাসনিমসহ দলটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় রফিকুল আমিন বলেন, নতুন প্রজন্মের মাধ্যমে এই দেশে একটি নেতৃত্ব সৃষ্টি করতে চাই। সিইসির সঙ্গে কথা বলে আমার যে বিশ্বাস, আস্থা তৈরি হয়েছে আগামী দিনে যে নির্বাচন হবে, ৫৩ বছরের মধ্যে স্মরণ রাখার মতো একটি নিরপক্ষে, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যেখানে আমি আশাবাদী সর্বাধিক ভোটার নিরাপদে ভোট দিতে পারবেন।
আমজনগণ পার্টির আহ্বায়ক ও ডেসটিনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন বলেন, আমরা আনারস প্রতীক চেয়ে আবেদন করেছি। আমাদের দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে আবেদন করেছি। তিনি বলেন, আমাদের যদি নিবন্ধন দেওয়া হয়, তার গড়া রাজনৈতিক দলকে চমক সৃষ্টি করবে।
তিনি বলেন, আমরা নিবন্ধন পাওয়ার বিষয়ে আশাবাদী। ইসির চাহিদা মোতাবেক শর্ত আমরা পরিপূর্ণ করেছি। ১০৩ টি উপজেলা, ২৩টির মতো জেলা কমিটি জমা দিয়েছি। আরও ২০০ কমিটি আমরা রেডি রেখেছি।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দলটি রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে আমজনগণ পার্টি। ডেসটিনি বাংলাদেশের একটি আলোচিত প্রতিষ্ঠান, যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।