Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার জাপা থেকে ‘আউট’ আনিসুল-রুহুল-চুন্নু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ২০:৪৪ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ২২:০৯

জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক চুন্নু। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আবারও প্রকাশ্যে জাতীয় পার্টির (জাপা) অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দলের মহাসচিবের চেয়ারে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বসানোর ঘণ্টা কয়েকের ব্যবধানে পদ হারালেন জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক চুন্নু। দলীয় সব পদ-পদবি থেকে তাদের অব্যাহতি দিয়েছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চুন্নুকে দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন জেলা-মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক-আহ্বায়ক, সদস্য সচিবদের মতবিনিময় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়। একইসঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, গত ২৮ জুন দলের প্রেসিডিয়াম সভায়ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ অবস্থায় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এরই মধ্যে এ আদেশ কার্যকর করা হয়েছে।

এর আগে, বিকেলে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে বসান চেয়ারম্যান জিএম কাদের।

সারাবাংলা/আরএম/পিটিএম

আউট আনিসুল-রুহুল-চুন্নু জাতীয় পার্টি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর