Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের কাছে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ২২:৫৩

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সংসদের কাছে সংস্কারের কার্যভার ছেড়ে দেওয়ার পক্ষে আমরা নই। এই সংস্কারের ম্যান্ডেট বর্তমান সরকারের হাতেই রয়েছে।

সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার দশম দিন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা যারা ঐকমত্য কমিশনে বসেছি, তারা জনগণের প্রতিনিধিত্ব করছি। ভবিষ্যতের সংসদের ওপর সংস্কার নির্ভরশীল থাকলে, তা কার্যকর ঐকমত্য হতে পারে না।’

আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ নিছক দলিল নয়; এর মধ্যেই রয়েছে মৌলিক কাঠামোগত পরিবর্তনের রূপরেখা। সেই ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন এবং সংস্কারের বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের প্রয়োজন রয়েছে।’

বিজ্ঞাপন

উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানান আখতার হোসেন।

তিনি বলেন, ‘দূরবর্তী এলাকার মানুষকে জেলা সদরে গিয়ে বিচার চাইতে হয়। এতে তারা হয়রানির শিকার হন। এই সমস্যা নিরসনে উপজেলা পর্যায়ে স্থায়ী আদালত স্থাপনের প্রস্তাব আমরা দিয়েছি।’

এনসিপির মতে, জনসংখ্যার ঘনত্ব, মামলার চাপ, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নির্দিষ্ট কিছু উপজেলায় প্রথম পর্যায়ে এই আদালত স্থাপন করা যেতে পারে। চৌকি আদালতগুলোকে স্থায়ী রূপ দিয়ে অবকাঠামো উন্নয়নের কথাও বলেছেন তিনি।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনেও রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠেছে বলেও জানান আখতার। তবে কিছু আইনজীবীর বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বার্থন্বেষী কিছু মহলের বাধায় অতীতে এ উদ্যোগ বাস্তবায়ন হয়নি। কিন্তু এখন সময় বদলেছে, জনগণের দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়াটাই এখন সবচেয়ে জরুরি।’

সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধন বিষয়ে দলগুলোর মধ্যে আংশিক ঐকমত্য হয়েছে বলেও জানান আখতার হোসেন।

তিনি বলেন, ‘জরুরি অবস্থা যেন রাজনৈতিকভাবে অপব্যবহার না হয় এবং মানবাধিকার ক্ষুণ্ণ না হয়—এ বিষয়ে পরিষ্কার দিকনির্দেশনা প্রয়োজন।’

আখতারের মতে, জাতীয় ঐকমত্য বাস্তবায়নের পথ শুধুমাত্র সংসদের হাতে ছেড়ে না দিয়ে একটি স্বতন্ত্র ও জনগণভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশের নতুন কাঠামো গড়ে তুলতে হবে।

সারাবাংলা/এফএন/এইচআই

আখতার হোসেন এনসিপি ঐকমত্য কমিশন সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর